ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে এর আগে কলকাতার বিহেভিয়ার একাডেমির সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। শহরের ছেলে-মেয়েরা যৌনতার ক্ষেত্রে আর ভালোবাসা কে প্রাধান্য দেয় না।যৌন যে তাদের কাছে স্বাভাবিক একটা প্রবৃত্তি তা নিরসন করার জন্য ভালোবাসতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। একাডেমি ৭৬২ জন কিশোর-কিশোরী তরুণ-তরুণী ওপর সমীক্ষা চালিয়ে ছিল যাদের বয়স ১৫ থেকে ২০ ও ২০ থেকে ৩০ এর মধ্য। শতকরা ৬৩ শতাংশ জানিয়েছে যৌনতার সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। ভালবাসাহীন ওয়ান নাইট স্ট্যান্ডে বিশ্বাসী ৫১ শতাংশ।  

খিদে পেলে ফাস্টফুড খাওয়ার মতোই যৌন থেকে একটা বিষয় তা বিশ্বাস করে ৬২ শতাংশ। ১৬ বছর বয়স হওয়ার আগেই যৌন সম্পর্ক হয়েছে এমন হার ৫৩ শতাংশ। কলকাতার কয়েকটি স্কুল ও কলেজ বিশ্ববিদ্যালয় সমীক্ষা চালিয়ে গবেষকদের মনে হয়েছে, শহরে ছেলেমেয়েদের কাছে যৌনতার কোন বিষয় নয়। তাই ভালবাসাহীন যৌনতায় বিশ্বাসী সংখ্যাই বেশি।

আরও পড়ুন:আজ লঞ্চ করল 'JAWA 42'

Post a Comment

নবীনতর পূর্বতন